Terms & Conditions
শর্তাবলী (Terms & Conditions)
১. প্রচলিত শর্তাবলী
আমাদের সার্ভিস বা প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে আপনি নিম্নলিখিত Terms & Conditions পড়েছ ও সম্মত হয়েছেন। যদি না সম্মত হন, তাহলে ব্যবহারের পূর্বে দয়া করে পর্যালোচনা করুন।
২. স্টক ও দাম সংক্রান্ত নিয়ম
অর্ডার প্রক্রিয়া শেষে প্রোডাক্ট স্টক বা মূল্য পরিবর্তিত হলে বিকল্প প্রস্তাব বা রিফান্ড দেওয়া হতে পারে।
৩. একাউন্ট ও তথ্য সঠিকতা
আপনার দাখিলকৃত নাম, ফোন নম্বর, ইমেইল, বিলিং ও শিপিং অ্যাড্রেস ইত্যাদি সঠিক ও আপডেটেড থাকবে। ভুল তথ্য থাকলে অর্ডার প্রভূত প্রভাবিত হতে পারে।
৪. ডিসকাউন্ট ও প্রোমোশন
প্রোডাকশনের পরে ডিসকাউন্ট ও কুপনের অর্থ ফেরত বা এক্সচেঞ্জযোগ্য নয়। একই মোবাইল বা ইমেইল দিয়ে একাধিক ব্যবহার নিষিদ্ধ।
৫. থার্ড‑পার্টি লিংক ও জবাবদিহিতা
থার্ড‑পার্টি ওয়েবসাইটে লিঙ্ক প্রদান করা হলে, সেখানে সেবা ব্যবহারে PICONATE.COM দায়ী থাকবে না।
৬. ভুল তথ্য ও সংশোধনী
আমাদের সাইটে ত্রুটি বা ভুল তথ্য থাকলে সংশোধনের অধিকার সংরক্ষিত।
৭. অর্ডার বাতিল ও রিটার্ন নীতি
কোয়ালিটি বা স্টকের কারণে অর্ডার বাতিল বা বিকল্প দেয়ার অধিকার সংরক্ষিত। রিটার্ন/এক্সচেঞ্জ আমাদের নীতিমালা অনুযায়ী কার্যকর হবে।
৮. নিষিদ্ধ কার্যক্রম
অবৈধ, ম্যালিশিয়াস, স্প্যাম, তথ্যের অনাচার এমন ব্যবহারে আমাদের সেবা বা অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে।
৯. দায়‑অব্যাহতি (Disclaimer)
সার্ভিস "as is" ভিত্তিতে দেওয়া হয় PICONATE.COM দায়ী নয় কোনো ধরনের ক্ষতির জন্য।
১০. আইন ও শাসনাধীনতা
এই Terms & Conditions বাংলাদেশের প্রযোজ্য আইন অনুযায়ী পরিচালিত হবে। যেকোনো বিরোধ বাংলাদেশের আদালতে সমাধান হবে। কোনও পরিবর্তন বা আপডেটের অধিকার সংরক্ষিত রয়েছে।